রাজু দাশ, চকরিয়া ◑কক্সবাজারের চকরিয়ায় লকডাউন না মেনে বিল্ডিং নির্মাণের কাজ অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভা বাটাখালী এলাকায় বিল্ডিং কনস্ট্রাকশনে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন।
সহকারী কমিশনার (ভুমি) জানান, করোনা ভাইরাস সংক্রমন এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যহত থাকবে।
অপরদিকে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপজেলা ও পৌরসভা বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ ঘরে থাকার জন্য নির্দেশনা দিচ্ছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-