চট্টগ্রাম থেকে পালিয়ে আসা উখিয়ার তরুণী কক্সবাজার আইসোলেশনে

ফাইল ছবি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে পালিয়ে আসা এক তরুণীকে কক্সবাজার জেলা কারাগার থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এনে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা এ তরুণী (১৮)। সে এইচএসসি পরীক্ষার্থী। এই তরুণী গত ১৭ এপ্রিল কক্সবাজারে পুলিশের হাতে ধৃত হন। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের মাধ্যমে এই তরুণীকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার জেলা কারাগার থেকে সোমবার ২০ এপ্রিল বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার জেলা কারাগার ও সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তরুণীকে সদর হাসপাতালের ৫ম তলায় করোনা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এই তরুণী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা-এখনও নিশ্চিত নন হাসপাতাল কর্তৃপক্ষ। তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটি গত বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি ছিলেন। পরে ওখান থেকে সে পালিয়ে যায়।কক্সবাজারে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি পাতলা পায়খানা ও রক্তবমি করছেন বলে জানা গেছে ।

আরও খবর