নির্দেশনা না মেনে ঘোরাঘুরি: কক্সবাজারে দুই যুবককে পাঠানো হলো কোয়ারেন্টাইন সেন্টারে

ইমাম খাইর ◑

হোমকোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করায় শহরের দুইজনকে উখিয়ায় অবস্থিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

তারা হলো -কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা ঢাকা ফেরত ফরিদুল আলম ও সেলিম উল্লাহ।

এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুইজনকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহরিয়ার মুক্তারের নেতৃত্বে অভিযান চালানো হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ীর ট্রাকে করে ফরিদুল আলম ও সেলিম উল্লাহ ক’দিন আগে ঢাকা থেকে নুনিয়ারছড়া বাড়িতে আসেন। এরপর তাদের ঘরে থাকতে বলা হলেও অনর্থক ঘোরাঘুরি শুরু করে। তাই এলাকার নিরাপত্ত্বার স্বার্থে প্রশাসন তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে।

আরও খবর