কক্সবাজারে ৪ জনের করোনা পজিটিভ

রাসেল চৌধুরী, কক্সবাজার ◑

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।
সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।

৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল প্রকাশ করা হয়।
অবশিষ্ট ১০ জনের ফলাফল কাল সোমবার সকালে প্রকাশ করা হবে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা: অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ ৪ জনই সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারা অসুস্থবোধ করলে ডাক্তারের শরানপন্ন হন। ডাক্তারের পরামর্শে তারা করোনা টেস্ট করালে সেখানে পজিটিভ আসে।

দুইদিন আগে করোনা ‘পজিটিভ’ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কুলাল পাড়ার বাসিন্দা, ৭০ বছর বয়স্ক তাবলীগ-জামাত ফেরত ব্যক্তিসহ এরা একই ট্রাকে কক্সবাজার আসেন।

আরও খবর