‘মরণ’ সময়েও চলছে ইয়াবা পাচার, কক্সবাজারে র‌্যাবের হাতে আটক ২

শাহেদ মিজান ◑

মহামারি করোনা ভাইরাস পুরো পৃথিবীকে থমকে দিয়েছে। স্তব্ধ করে দিয়েছে পুরো মানবজাতিকে। এমন ‘মরণ’ সময়েও ইয়াবা পাচার করছে ‘কুখ্যাত’ ইয়াবা ব্যবসায়ীরা। সাধারণ পরিবহণ বন্ধ থাকায় মালামাল পরিবহণের কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারকারকালে এমন দুই ‘কুখ্যাত’ ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

১৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্টে তাদের আটক করা হয়। তাদের চালিত ওই কাভার্ড ভ্যান থেকে থেকে ৩৯৬০ পিস হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য জানিয়েছেন।

এক সংবাদ বার্তায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মালামাল পরিবহণকারী একটি কাভার্ড ভ্যান টেকনাফ থেকে আসছিলো। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্টে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে ওই ভ্যানটি তল্লাশী করে ওই ভ্যানের সীট বক্সের নিচে সিলিংয়ের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত ৩৯৬০ পিস হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ইয়াবা উদ্ধারের ঘটনায় ভ্যানের চালক গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া এলাকার হাছেন উদ্দীনের পুত্র মোঃ ইমসাঈল (৩২) ও তার সহযোগী চট্টগ্রামের সীতাকুÐ উপজেলার মোঃ রশীদের পুত্র মোঃ ইকবালকে (২৯) আটক করা হয়েছে।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভ্যানটি তল্লাশী করতে চাইলে চালক ও সহযোগী পালানোর চেষ্টা করে। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তারা স্বীকারোক্তি দিয়েছে মালামাল পরিবহণের আড়ালে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা পাচার করেছে।

আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর