সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সরকারের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালের দিকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান কলাতলী, লিংক রোড, বাসটার্মিনাল, বিজিবি ক্যাম্প, শহরের গোলদীঘি, আলমগীর টাওয়ার, বড়বাজার হয়ে বিজিবি ক্যাম্প, দরিয়ানগর, হারভার্ড ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাস এবং কলাতলী পয়েন্ট হয়ে কালেক্টরেট ভবন সংলগ্ন এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়।
একইদিন বিকেলের দিকে পরিচালিত অভিযানে সৈকতে এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি ও নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখার অপরাধে ১০ জনকে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বন্ধ করে দেয়া হয়।
এই সময় সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে বাসায় থাকার অনুরোধ করে মাইকিং করা হয়েছে। সকলেই সরকারি নির্দেশনা মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-