আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
উখিয়ায় রত্নাপালনং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়ি এলাকায় অভিযান চালিয়ে সরকারি চালের খালি বস্তা ও চালসহ সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উখিয়ার রত্নাপালংয়ের থিমছড়ি স্টেশনের নিজ দোকান হতে তাকে আটক করা হয়।
আটক সাইফুল রত্নাপালংয়ের মাঝেরপাড়া গ্রামের মুকতার আহমদের ছেলে। তিনি একজন রাইস মিলার ও ধান চাল ব্যবসায়ী বলে জানা গেছে।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে- ভালুকিয়া থিমছড়ি এলাকার এক লোক ত্রাণের চাল মজুদ করে রেখেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে দেখতে পায় সরকারি খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত চালের বস্তা হতে প্লাষ্টিকের সাদা বস্তায় চাল পরিবর্তন করা হচ্ছে, এসময় হাতেনাতে এই চাল উদ্ধার এবং ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তার গুদাম থেকে ২ হাজার ১শত ত্রিশ কেজি ত্রাণের চাল ও ৭১টি চটের খালি বস্তা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মামামাল সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-