কক্সবাজারে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
নির্ধারিত সময়ের পরেও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর নেতৃত্বে কক্সবাজারের দরিয়ানগর, বিজিবি ক্যাম্প, রুমালিয়ার ছড়া, এসএমপাড়া ও পূর্ব পাহাড়তলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্টেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, সরকার দোকান খোলা রাখার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত সময়ের পরেও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, অপ্রয়োজনে বাইরে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সরকারী নির্দেশনা মেনে চলুন।

আরও খবর