চকরিয়া সরকারি নির্দেশনা অমান্য করে বিল্ডিং নির্মাণ: জরিমানা

রাজু দাশ, চকরিয়া ◑

সারা বিশ্বের আতঙ্কের নাম করোনা ভাইরাস বাংলাদেশ এর প্রভাব বিস্তার প্রতিরোধে কক্সবাজার চকরিয়ায় লক ডাউন ঘোষণা করলেও সরকারি নির্দেশনা অমান্য করে বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ করার অপরাধে পৃথক অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা আদায়  করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) চকরিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
একই দিন কাকারা ইউনিয়নে মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালি উত্তলন করার ৩টি  ড্রেজার ভেঙ্গে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন বলেন, দূরত্ব বজায় নাই রেখে শ্রমিকরা জমায়েত হয়ে বিল্ডিং নির্মাণ কাজকর্ম করতেছে। সরকারি আদেশ অমান্য করে বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ করার অপরাধে চকরিয়া পৌরসভা মগবাজার এলাকা এবং নাথপাড়া এলাকায় তিনটি পৃথক মামলায় তিনজন ব্যক্তিকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়াও কাকারা ইউনিয়নে মাতামুহুরী নদীতে অবৈধভাবে বসানো ৩টি  ড্রেজার ভেঙ্গে দেওয়া হয়েছে

তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সতর্ক করা হচ্ছে। এরপরেই যারা সরকারি নির্দেশনা অমান্য করবে,তাদের বিরুদ্ধে জেল জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও খবর