রাসেল চৌধুরী, কক্সবাজার ◑
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যুবলীগ নেতার লাথিতে প্রাণ হারিয়েছে এক ভিক্ষুক। আজ দুপুর সাড়ে বারটার সময় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিতামাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাতারবাড়ী তিতামাঝির পাড়া এলাকার অসহায় নজির আহমদের পুত্র দিনভিখারী পেঠান আলীর সাথে প্রতিবেশী আবুর পুত্র ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলে আসছিল।
আজ দুপুর ১২ টার সময় ভিক্ষুক পেঠান আলীর বসতভিটায় যুবলীগ নেতা সেফ্টি ট্যাংক বসানোর কাজ করলে ভিক্ষুক পেঠান আলী বাধা দেয়।
এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যুবলীগ নেতা স্বজোরে লাথি মারলে পেঠান আলী ঘটনাস্থলে প্রাণ হারায়। দেলোয়ার হোসেন কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এসআই আনিস বলেন, ঘটনাটি আমি শুনেছি, ছুটিতে থাকায় যেতে পারিনি। আমিন চার্জে আছেন, তিনি ঘটনাস্থলে গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-