উখিয়ায় মাটিচাপা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ার রত্নাপালংয়ের তেলিপাড়ায় পুকুরের পাড় ভেঙে একজন নিহত হয়েছে। নিহতের নাম মো: শাহজাহান (২৫)। সে স্থানীয় রশিদ আহম্মদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়,নতুন স্থাপিত একটি মসজিদের জন্য পুকুর খননের কাজ করছিল ৮ জন শ্রমিক। মাটি খুঁড়ে পাড়ে মাটি ফেলার একপর্যায়ে একটি পাড়ের মাটি চাপা পড়ে মো: শাহজাহানের মৃত্যু হয়।

এসময় আহত হয় আরও দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম গেছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

আরও খবর