দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৮, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক ◑ করোনাভাইরাসে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হলো। নতুন করে দেশে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ৪৮২ জন।

শনিবার (১১ এপ্রিল)  এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইনে এ ব্রিফিং হয়।

মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮ জন। ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এসব আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে। মোট মৃত্যু ৩০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত  প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৯৪ জন, মৃত্যু ছিল ৬ জন।

আরও খবর