জুমার নামাজে লোক সমাগম করায় কক্সবাজারে ৬টি মসজিদকে জরিমানা

ইমাম খাইর ◑
সরকারের নির্দেশনা অমান্য করে জুমার নামাজে লোক সমাগম করায় ৬টি মসজিদের কর্তৃপক্ষকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে জুমার নামাজে ১০ জন এবং ওয়াক্তিয়া নামাজে ৫ জনের বেশী মসজিদে নামাজে যেতে আদেশ জারী করা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে। তবু তা না মেনে মসজিদে সমাগম বেশী করায় দণ্ড প্রদান করা হয়েছে।

আরও খবর