আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধের কারণে কর্মহীন অসহায় জেলে পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র্যাব-১৫। জেলে ও অতিদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১১টার সময় বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন জেলে পরিবারের বাড়ি-বাড়ি গিয়ে টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও সঙ্গীয় ফোর্সরা তাদের মাঝে খাদ্য সামগ্রী ,মাস্ক এবং লিফলেটও বিতরণ করেন।
টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শাহ আলম বলেন, র্যাব সবসময় মানব সেবায় নিয়োজিত থাকে। করোনাভাইরাসের এ মহামারির সময়েও আমরা সবার পাশে আছি। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে বিশেষ করে কিছু দুঃখী জেলে পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবারের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জেলে পরিবারের মাঝে চাল, আলু, ডাল, তেল, লবণ, সাবানসহ মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। র্যাবের নিজস্ব অর্থয়ানে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন।
তিনি বলেন, এ ভাইরাস প্রতিরোধে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে ও মাস্ক পরতে হবে। সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে তাহলে আমরা হয়তো রক্ষা পেতে পারি।
তিনি আরো বলেন, অসহায় মানুষের মাঝে এ এই ত্রাণ সামগ্রী সহায়তা চলমান থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মরনব্যাধি ভাইরাস প্রতিরোধে আমরা সফল হবো ইনশাআল্লাহ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-