স্ব উদ্যোগে রাস্তা বন্ধ করবেন না : উখিয়া ইউএনও নিকারুজ্জামান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রশাসনের নির্দেশনা ছাড়া নিজ উদ্যোগে কোন রাস্তা ঘাট বন্ধ না করতে উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এরকম নিজ উদ্যোগে রাস্তা বন্ধ করার কারণে প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, এ্যাম্বুলেন্স চলাচল, নিত্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। এছাড়া এ রাস্তা বন্ধ থাকার সুযোগে মূল রাস্তার ভেতরের দিকে জনসমাগম হওয়ার সুযোগ রয়েছে। অপরাধকর্ম সংগঠিত হওয়ার সুযোগ রয়েছে।

কাউকে অতি উৎসাহী হয়ে এধরণের বেআইনি কর্মকান্ডে জড়িত না হয়ে নিজ ও পরিবারের সুরক্ষার্থে নিজ নিজ ঘরে অবস্থান করতে উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান অনুরোধ জানিয়েছেন।

এ নির্দেশনা না মেনে কেউ রাস্তা ঘাট বন্ধ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারী দিয়েছেন।

আরও খবর