শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ। তাদের কাছ থেকে পনের হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী নয় নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত গুরা মিয়ার ছেলে মো:নুর (১৯) ও তার বড় ভাই সৈয়দ হোসেন (২৬)।বৃহস্পতিবার বিকাল চার দিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে ডিউটি অফিসার জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উখিয়ার বালুখালী নয় নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই -২ব্লকে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি নুরুল ইসলাম বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-