কক্সবাজারে সামাজিক দূরত্ব অমান্য: ৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑

করোনা সংকট চলাকালে সরকারী আদেশ অমান্য করে অবাধ চলাফেরা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় ৫ জনকে  জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যামান আদালত।

বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহজাহান আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৫ জনকে সর্বমোট এক হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। তারা সরকারি আদেশ অমান্য করে অবাধ চলাফেরা করছিলেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখেননি। এ অভিযান অব্যাহত রাখা হবে।

আরও খবর