নীরব ঘাতক করোনা ভাইরাসের বিস্তার রোধে কক্সবাজার চকরিয়ায় সামাজিক দূরত্বের সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে, চায়ের দোকানে আড্ডা, নিত্যপ্রয়োজন দোকানের সামনে ভিড় করছেন সর্বসাধারণ।
সোমবার (৬ এপ্রিল) সরজমিন পৌরশহরে ৭টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, পৌরশহর কাঁচাবাজার, কোচপাড়া ৮নং ওয়ার্ডের খেলার মাঠে, ৪নং ওয়ার্ডে সবুজবাগ খেলার মাঠে, গ্রামীনব্যাংক স্টেশনের প্রতিনিয়ত জনসমাগম, ১নং ওয়ার্ডে প্রত্যকটি চায়ের দোকানে আড্ডা এবং উপজেলায় বাজার গুলো ঘুরে দেখা যায়, বদরখালী বাজার, রামপুর, সাহারবিল, বেতুয়া বাজার, কোনাখালী চায়ের দোকানে আড্ডায় ভীড় জমায়েত হয় স্থানীয় লোকজন।
তাছাড়া, খুটাখালী, হারবাং, বরইতলী, সব স্টেশনে প্রতিনিয়ত জনসমাগম করে সাধারণ মানুষ।
করোনা ভাইরাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত জনগনের মাঝে মাইকিং ও সচেতনতা মূলক বিভিন্ন প্রচার প্রচারনা চালিয়ে গেলেও প্রতিফলন নেই সর্বসাধারন বিভিন্ন স্থানে অহেতুক জনসমাগমে চষে বেরাচ্ছেন ।
চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে।পুলিশ ও সেনাবাহিনীর সদস্য টহল দিচ্ছে তার পর চলে যাওয়ার পর পরই লোকজন আবার সমেবেত হচ্ছে। মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষে একা কি করে সম্ভব।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন কছির বলেন, গত ২৬ শে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্য়ন্ত সাধারণ ছুটি ঘোষণা দিয়েছেন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যেতে এবং সামাজিক দুরত্ত্ব বজায় রাখতে।
সরকারের কড়া নির্দেশনা সত্ত্বেও সাধারণ মানুষ তাদের এলাকার অলি গলিতে সময় কাটাচ্ছেন। এজন্য প্রশাসনের পক্ষে থেকে নয় করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-