নিজস্ব প্রতিবেদক ◑
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন স্থরের দু’শত পরিবারকে ত্রাণ দিলেন রাবেয়া আলী ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্টান। সোমবার সকালে পূর্ব মরিচ্যা এলাকায় রাবেয়া অালী ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাতীদলের সদস্য সচিব ডাঃনাসির উদ্দিন চৌধুরী এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন রাবেয়া আলী ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন চৌধুরী, হলদিয়া উত্তর যুবদলের সদস্য সচিব তাজউদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষক ডাক্তার জয়নাল উদ্দিন চৌধুরী, মাষ্টার মোহাম্মদ ইসমাইল, সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ, হলদিয়া দক্ষিন শাখা বিএনপির সভাপতি জামাল মাহমুদ, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল রহমান সিকদার, সদস্য সচিব খাইরুল আমিন সিকদার, হলদিয়া যুবদলের আহবায়ক এম জুবায়ের, রাসেল, আলাউদ্দিন, ফারুক, হামিদ, রুবেল, মনির, মনজুর, হাশেম, আবদুল্লাহ, রফিক, সাঈদী, সব্বির, হেলাল, ছৈয়দ নুর প্রমুখ।
রাবেয়া অালী ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাতীদলের সদস্য সচিব ডাঃনাসির উদ্দিন চৌধুরী জানান, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নির্দেশে প্রথম দফায় দু’ শত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে হলদিয়া ইউনিয়নের আরও অসহায় ৫০০ পরিবারকে ত্রাণ দেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-