করোনায় মৃতদের দাফনের জন্য প্রস্তুত উখিয়ার ৬ যুবক

ওবাইদুল হক চৌধুরী ◑
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কোনো মুসলিম পুরুষ মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন কাজে আগ্রহী হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলার ৬ স্বেচ্ছাসেবী সদস্য।

গত রবিবার রাত ৮টায় নিজেদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী কাছে প্রদান করেছেন তারা।

সরকারের আহ্বানে সাড়া দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা তাদের ৬ সদস্যে এ তালিকা প্রকাশ করেছেন।

তারা জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য দলবদ্ধভাবে এ মহতী কাজ করতে আগ্রহী হয়েছেন তারা।

কাফন-দাফনে অংশগ্রহনকারী গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা কর্মীদের নাম-

(১) এম, হেলাল আহমদ রিজভী,
পিতা-মরহুম মাওলানা মোহাম্মদ তৈয়ব,
সাং, উত্তর সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং-01824878721
আইডি নং-19912219431000172

(২) মিজানুর রহমান,
পিতা- হাফেজ মোজাম্মেল হক,
সাং, সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।
মোবাইল-01870561323
জম্মনিবন্ধন নং-20012219431141264

(৩) জামাল আহমদ,
পিতা- মরহুম মাওলানা মোহাম্মদ তৈয়ব,
সাং, উত্তর সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং-01755986784
আইডি নং- 5553230656

(৪) মুহাম্মদ রহমত উল্লাহ,
পিতা- মরহুম নুরুল হক (সওঃ)
সাং, উত্তর সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং-01845100134
আইডি নং-5958241712

(৫) মোহাম্মদ নজরুল ইসলাম,
পিতা- নুরুল ইসলাম কালু,
সাং, সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং-01843561850
জম্মনিবন্ধন-19992219431004113

(৬) মোহাম্মদ ফারুক,
পিতা- হোছেন আহাম্মদ,
সাং-পূর্ব সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং-01882714309.
আইডি নং-20022219431000086.

আরও খবর