সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার পৌরসভার ৭ থেকে ১২ নং ওয়ার্ডে ১০ টাকা দামের চাল বিক্রি শুরু হয়েছে। তবে কোন ধরণের দূরত্ব বজায় না রেখেই এই চাল বিক্রি চলছে। সচেতন মহলের দাবি, দূরত্ব বজায় না রেখে লাইন ছাড়া এভাবে গণজমায়েত করে চাল বিক্রি করলে যেকোন মুহুর্তে মহামারি করোনা ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে চাল বিক্রি করতে অবশ্যই প্রশাসনের লোক প্রয়োজন।
এদিকে আগামী সপ্তাহে ১নং থেকে ৬ নং ওয়ার্ডে এই চাল বিক্রি শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে চাল বিক্রির কথা থাকলেও প্রথমদিন হিসেবে ৫ এপ্রিল (রবিবার) চাল বিক্রি শুরু হয়েছে দুপুর ১ টা থেকে। কিন্তু অাগামীতে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই চাল বিক্রি করবে। চলতি সপ্তাহে এই ৬টি ওয়ার্ডে অারো দুইদিন বিক্রি করা হবে।
নির্ধারিত ১২ জন ডিলারের মাধ্যমে ওইসব ওয়ার্ডে প্রতি কেজি ১০ টাকা দামে চাল পাওয়া যাচ্ছে।
যার যার ওয়ার্ডের নাগরিকেরা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে, নিজের মোবাইল নাম্বার ডিলারের খাতায় লিখে প্রতিজনকে ৫ কেজি বিক্রি করছে। যার মূল্য ৫০ টাকা।
সপ্তাহের রোববার , মঙ্গলবার এবং বৃহস্পতিবার ৩ দিন সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত ডিলারের দোকানে এ চাল পাওয়া যাবে । একজন ডিলারের দোকানে প্রতিদিন ২ টন করে চাল বিক্রিয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব ডিলারের দোকানে ১০ টাকা দামের চাল বিক্রি করা হচ্ছে, সেগুলো হচ্ছে-১ নম্বর ওয়ার্ডে বিবেক ট্রেডার্স, ২ নম্বর ওয়ার্ডে করিম ট্রেডার্স, ৩ নম্বর ওয়ার্ডে মমতাজ এন্টারপ্রাইজ, ৪ নম্বর ওয়ার্ডে ইসমাইল ট্রেডার্স, ৫ নম্বর ওয়ার্ডে ইয়াছিন এন্টারপ্রাইজ, ৬ নম্বর ওয়ার্ডে কাসেম এন্টারপ্রাইজ, ৭ নম্বর ওয়ার্ডে নাহার এন্টারপ্রাইজ, ৮ নম্বর ওয়ার্ডে জ্যেতিষী ট্রেডার্স, ৯ নম্বর ওয়ার্ডে ইউসুফ এন্টারপ্রাইজ, ১০ নম্বর ওয়ার্ডে মমতাজ ট্রেডার্স, ১১ নম্বর ওয়ার্ডে আর.কে ট্রেডার্স ও ১২ নম্বর ওয়ার্ডে আবদুল হক ট্রেডার্স।
৭নং ওয়ার্ডে ডিলার আবুল কাশেম বলেন, এই সপ্তাহে ৭-১২ নং ওয়ার্ডে চাল বিক্রি শুরু হয়। তবে সকাল ১০ থেকে চাল বিক্রির কথা থাকলেও ব্যাংকিং হিসেবে শেষ করতে একটু দেরি হওয়ায় দুপুর ১ টা থেকে বিক্রি শুরু করছি। আজকে বিক্রি হবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
বিক্রিতে কোন অনিয়ম দেখলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’কে সঠিক তথ্য দিয়ে ০১৭১৭৪০৪১১৪ নম্বরে ফোন করার জন্য সকল কাছে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-