কক্সবাজারে আত্মসমর্পনকারি জলদস্যূর পরিবারে প্রধানমন্ত্রীর ৯৬ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার আত্মসমর্পণকৃত ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগরদের পুনর্বাসনের নিমিত্তে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৯৬ লক্ষ টাকার অর্থিক অনুদানের চেক তাদের পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।

জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন,আত্মসমর্পণকারীদের মধ্যস্থতাকারী সাংবাদিক এম.এম আকরাম হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

গত বছরের ২৩ এপ্রিল আত্মসমর্পণকৃত ৯৬ জন জলদস্যু ও অস্ত্রের  কারিগরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সংশ্লিষ্ট আইনে মামলা বিচারাধীন থাকায় তারা এখন কারাগারে রয়েছে।

আরও খবর