আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ◑
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ঘর থেকে শিল্পী বেগম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের দুর্গাপুরে এ ঘটনা। নিহত শিল্পী বেগম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার রিপন মিয়ার দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানায়, রিপন মিয়ার সঙ্গে শিল্পী বেগমের বাকবিতণ্ডা হয়। এরই জেরে শিল্পী ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান। প্রতিবেশীরা তাকে বাড়ি ফিরিয়ে আনে। এরপর তিনি নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সারাদিন তার সাড়া না পেয়ে সন্ধ্যায় দরজা ভেঙে মেঝেতে শিল্পীর মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রিপন মিয়াকে আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-