টেকনাফে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি জের নিহত ১

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ◑

টেকনাফে পৌরসভার পুরান পল্লান পাড়ায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্রে করে মোহাম্মদ হোছন (৪০) নামে একজন মারা গেছে। সে পুরাতন পল্লান পাড়া আবুল হোছনের ছেলে।

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, নুর উদ্দিনের ছেলেরা ফুটবল খেলছিল। ফুটবল খেলার সময় প্রতিনিয়ত বলটি নিহত হোছনে ঘরের ছাউনিতে লাগে। মামা বাগিনা দের মাঠে গিয়ে খেলতে বললে নুর উদ্দিনের স্ত্রী খালেদা বেগমের সাথে হোছন স্ত্রী মরিয়মের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুদ্দিন লাঠি নিয়ে হোসেনকে আঘাত করে। পরে তাকে টেকনাফ সদর হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

টেকনাফ পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু হারেস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও খবর