সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
মহাদূর্যোগ ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো হয়েছে।
২৬ মার্চ (বৃহস্পতিবার) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ ভূট্টো’র নেতৃত্বে ও সূর্যের হাসি যুব সংঘ, এবং সেনাবাহিনী এর সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো হয়।
এছাড়া মিঠাছড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ‘করোনা ভাইরাস’ থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টি ও স্থানীয়দের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
করোনা নিয়ে আতংকিত নয়, সচেতন হউন জানিয়ে চেয়ারম্যান মো. ইউনুছ ভুট্টো স্থানীয়দের উদ্দেশ্যে জানান, করোনা রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। এই মহামারি রোগ থেকে অাপনারা বাঁচুন, আপনাদের পরিবারকে বাঁচান, প্রতিবেশীদের বাঁচান এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না হওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরো বলেন, সরকারের বিধি নিষেধ মানতে হবে। নিজেরা সচেতন হউন, অন্যকে সচেতন করতে সহযোগিতা করুন। এই রোগ নিয়ে অাবেগী না হয়ে বাস্তবতাকে মেনে নিতেও হবে।
পরিশেষে দেশের এ ক্রান্তিলগ্নে করোনার মোকাবিলায় আপনারা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-