রোমানা ইয়াছমিন পুতুল ◑
আবুল কাশেম নুরজাহান চৌধুরি উচ্চ বিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার ঘোষনা করেছে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরি।
ঘনবসতি এলাকায় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে কোয়ারেন্টাইন ঘোষনা করেছে শুনে সব শ্রেণির জনসাধারন মিশ্র প্রতিক্রিয়া জানায়।
একজন শিক্ষার্থী বলে, শিক্ষা প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধের জন্য কোয়ারেন্টাইন সেন্টার ঘোষনা না করে পরিত্যাক্ত জনমানব শূণ্য কোন বাড়িকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষনা করলে আমরা অনেক স্বস্থি পেতাম।
এলাকার একজন মুরুব্বি বলেন, করোনা রোগটি ছোঁয়াচে রোগ। তাই যতটা সম্ভব আমাদের থেকে রোগাক্রান্ত রোগীর কাছ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। তাই কোয়ারেন্টাইন সেন্টারটি দূরে কোথাও করলে সবার জন্য মঙ্গল হতো।
আরও অনেকের সাথে কথা বলে জানা গেলো, সবার মূল পয়েন্ট এক। তাদের সবার দাবি, জনমানবশূণ্য কোন এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করলে ভাইরাসটি দ্রুত সংক্রমণ থেকে অনেকটা বাঁচা যেতো। তারা প্রশাসনকে আর একবার চিন্তা করার জন্য অনুরোধ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-