নিজস্ব প্রতিবেদক ◑
করোনা ভাইরাসের নিয়ে সাধারণ জনগনকে সতর্ক করতে মাঠে নেমেছে উখিয়ার উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং বাজারে জুরুরী প্রযোজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখতে মাইকিং করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জু।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ সহ কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, সারা বিশ্বে মহামারী ভাইরাস করোনার ঝুঁকিতে রয়েছে। সরকারের নিয়ম নিদের্শনা মেনে চলার জন্য উপস্থিত জন সাধারণকে অবহিত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-