মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অত্যাবশ্যকীয় জরুরি প্রয়োজন ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সব নিয়মিত কার্যক্রম মঙ্গলবার থেকে ২৪ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদারের কাছে জানতে চাওয়া হয়েছিল রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প লকডাউন করা হবে কিনা, তার উত্তরে তিনি বলেন, লকডাউন ঘোষনা নয়। স্বাস্থ্য সেবা, খাদ্য সরবরাহ, আইনশৃংখলা রক্ষার প্রয়োজনীয়তা ছাড়া আর সব নিয়মিত কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে গৃহীত কার্যক্রম সমুহ আরো জোরদার করা হয়েছে এবিষয়ে তদারকিও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-