‘পাহাড় কাটতে বাঁধা দেওয়ায় ছাত্রের উপর হামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২২ মার্চ কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় “খুরুশকুলে পাহাড় কাটতে বাঁধা দেওয়ায় ছাত্রের উপর হামলা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

উল্লেখিত সংবাদটি সম্পূর্ণ ভিন্নভাবে প্রচারিত হয়েছে। সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। মূলকথা হলো, ঘটনাটি পাহাড় কাটা নিয়ে হয়নি। সংবাদকর্মীদের মিথ্যা তথ্যদিয়ে পাহাড় কাটা ইস্যূ নিয়েই সংবাদটি ছাপিয়েছে। যে ঘটনাটি হয়েছে আমি ওই ঘটনায় জড়িতে ছিলাম না।

সংবাদে উল্লেখ আছে আমি নাকি পাহাড় কাটায় জড়িত, আমার নিজস্ব ডাম্পার দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি। আসলে আমার নিজস্ব কোন ডাম্পার নেই এবং পাহাড় কাটার সাথে জড়িতও নাই।

এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। যে ঘটনাটি ঘটেছে তা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারগণ অবগত আছে এবং বর্তমানে ওই ঘটনাটির বিষয়ে আপোষ-মীমাংসার প্রক্রিয়াও চলছে। পত্রিকায় উল্লেখিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত।

আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটি প্রশাসন, এলাকাবাসী সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মো. আবছার, পূর্ব হামজার ডেইল, খুরুশকুল,কক্সবাজার।

আরও খবর