নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত ১৬ জনকে আটক করেছে পুলিশ।
গত ২০ মার্চ সকাল হতে ২১ মার্চ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোঃ মাসুম খান, পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই তৈমুর ইসলাম, এসআই সুমন তালুকদার, এসআই এমরান হোসেন, এসআই জালাল উদ্দিন ভুঁইয়া, এসআই রাশেদুল কবির, এসআই রুহুল আমিন, এসআই কাঞ্চন দাশ, এসআই ফরিদ, এএসআই(নিঃ) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান-সহ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন আসামীকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন, দক্ষিণ রুমালিয়ারছড়া মৃত ইলিয়াসের ছেলে মোঃ মবিন, সদরের উপজেলা ভারুয়াখালী উল্টাখালী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আমিন উল্যাহ, ঢাকা মিরপুরের সোহেলের স্ত্রী ইসরাত জাহান মিম,উখিয়া বালুখালী এলাকার বদি আলমের ছেলে গিয়াস উদ্দীন, পদুয়া ছগিরা পাড়া এলাকার ফজলুল হকের ছেলে নাজিম উদ্দিন, জালালবাদ ছাতি পাড়া এলাকার মাহবুল আলমের ছেলে শাহীন, পিএমখালী বাংলাবাজার এলাকার আমান উল্লাহর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, দক্ষিণ ঘোনা পাড়া এলাকার ডা: মো. ইছহাকের ছেলে শেখ আহম্মদ, দক্ষিণ ঘোনা পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে মোঃ আব্দুস শুকুর, খুরুশকুল মামুন পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আলমগীর, কাউয়ার পাড়া এলাকার বাচা মিয়ার ছেল মনিরুল, পশ্চিম পোকখালী এলাকার মোহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ ইসহাক, ঈদগাও মধ্যম মাইজপাড়ার নুর আহমদরে ছেলে মোঃ শাকিল ও মধ্যম মাইজ পাড়ার মৃত মো. কালুর ছেলে নুর আহম্মদ,মধ্যম নাপিতখালী এলাকার নুর আহমদের ছেলে আক্তার কামাল, ইউসুপ জালাল, পিতা-আবুল কাশেম, সাং-হ্নীলা পাড়া, মধ্যম নাপিতখালী, ইসলামপুর।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-