নিজস্ব প্রতিবেদক ◑
হোম কোয়ারেন্টাইনে না থাকায় কক্সবাজারের উখিয়ায় বিদেশ ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্রই মানুষজনকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে আসছি। জীবন বিপন্নকারী করোনা ভাইরাস রোগের সংক্রমণ বিস্তার প্রতিরোধে কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তার/ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, এ ধরনের কোন তথ্য থাকলে উপজেলা প্রশাসন, উখিয়া,কক্সবাজার কে অবহিত করুন। সকলকে এ বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-