টেকনাফে মালিকবিহীন ৩ বস্তা ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফ সীমান্ত প্রহরী ২ বিজিবি সদস্যদের অভিযানে মালিকবিহীন ৩ লক্ষ ১০ হাজার, পিচ ইয়াবার একটি বড় চালান উদ্ধার করেছে।

বিজিবির দাবী অভিযানের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে গেছে মাদক পাচার চক্রের সদস্যরা।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য ১৯ মার্চ বিকাল ৪টার দিকে স্থানীয় সংবাদ কর্মীদেরকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সম্মেলনে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি দমদমিয়া বিওপির নিয়মিত টহল দল কেয়ারী সিন্দাবাদ জাহাজ ঘাটের ২শ গজ দক্ষিণে জাইল্যারদ্বীপ হতে ৩জন ব্যক্তি সাতাঁর কেটে উঠে আসতে দেখে চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়।
এতে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

তবে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশী করে প্লাস্টিক দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ৩টি বস্তা উদ্ধার করা হয়।

এরপর এই তিনটি বস্তা বিজিবি সদর দপ্তরে নিয়ে এসে গণনা করে ৯ কোটি, ৩০ লাখ টাকা মূল্যমানের ৩ লক্ষ ,১০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান পরিত্যাক্ত এই ইয়াবা গুলো পরবর্তীতে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

আরও খবর