গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাসের প্রভাব এড়িয়ে চলতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে স্থানীয় প্রশাসন।
এতে ২০ মার্চ (শুক্রবার) দেশী-বিদেশী কোন পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেনা।
১৯ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে এই তথ্যটি বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব এড়াতে শুক্রবার সকাল থেকে সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ গুলোর চলাচল বন্ধ থাকবে।
তবে দ্বীপে যেসব পর্যটক রয়েছে তাদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে জাহাজ গেছে দ্বীপে। যে-কয়েকদিন যাবৎ করোনা প্রভাব থাকবে, ততদিন এই রুটের পর্যটবাহি জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটক স্পর্ট গুলোতে ভ্রমণকারীদের না আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
জাহাজ বন্ধের নির্দেশনা জানিয়ে কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে তাদের জাহাজ দ্বীপে রওনা দিয়েছে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,কাল টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-