এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারে বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও মোটরসাইকেল আরোহী যুবক রিয়াজ মোহাম্মদ সামি (২৮)। এ সময় মোটরসাইকেল আরোহী তার অপর দুই সহপাঠি আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সামি চট্টগ্রাম মহানগরের রাহাত্তারপুল এলাকার মো. ইলিয়াছের ছেলে। তবে এ দূর্ঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকালে রিয়াজ মোহাম্মদ সামিসহ তার অপর দুই সহপাটি একটি মোটরমাইকেলে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সারাদিন ঘুরাঘুরি পর এদিন সন্ধ্যায় সামিসহ তিনবন্ধু পুনরায় মোটরসাকেল যোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৯টার দিকে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে তাদের বহনকারী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তিনজনই মহাসড়কের উপর ছিককে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেট নোহা গাড়ি সড়কের উপর আহত অবস্থায় পড়ে থাকা রিয়াজ মোহাম্মদ সামিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বানিয়াছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় একটি প্রাইভেট নোয়া গাড়ির চাপায় রিয়াজ মোহাম্মদ সামি নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে যাই। পরে তার লাশ উদ্ধার করে ফঁাড়িতে নিয়ে আসা হয়। তবে দূর্ঘটনা কবলিত নোয়া গাড়িটি পালিয়ে যাওয়ায় ওই গাড়িটিতে আটক করা সম্ভব হয়নি।
ইন্সপেক্টর মো. আনিসুর রহমান আরও বলেন, নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র সামির পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত নোয়া গাড়িটি আটকের চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-