কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১৫

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৬ মার্চ সকাল ৮টা হতে ১৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন আটক হয়েছিল ৭ জন। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হল –

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪৭(০৩)২০২০ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ মুরাদ, পিতা- মোঃ শফিউল্ল্যাহ, সাং- উত্তর নুনিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪৫(০৩)২০২০ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী(দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪(১) তৎসহ ৩২৬ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। আব্দুস শুক্কুর, পিতা- জাহাঙ্গীর আলম, সাং- খুটাখালী, মেধাকচ্ছপিয়া, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার।

৩। মোঃ নজরুল করিম, পিতা-মোঃ ফরিদুল আলম, সাং- নতুন তিতার পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার।

৪। মোঃ ইব্রাহিম, পিতা- নুর হাছান, সাং-সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৫। মোঃ আজিজুল হাকিম, পিতা- নুর মোহাম্মদ ভুট্টু, সাং- ধলঘাট, থানা- মহেশখালী, জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফআইআর নং-৫০(০৩)২০২০ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৬। আব্দুল্লাহ, পিতা- আব্দুল কুদ্দুস, সাং-মহেশখালীয়া পাড়া, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার।

৭। মোঃ ফারুক, পিতা- মৃত ইয়াকুব, সাং-মহেশখালীয়া পাড়া, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার।

৮। মোঃ নুরুল বশর, পিতা-মৃত মোঃ হোসাইন, সাং- অঞ্জুমান পাড়া, বটতলী, বিজিবি ক্যাম্পের পাশে( হোসাইন এর বাড়ী) থানা-ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। রশিদ আহম্মদ, পিতা- মৃত সোলাইমান, সাং- মোহসেনিয়া পাড়া, পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার।

২। আইয়ুব আলী, পিতা- আব্দুল মোনাফ, সাং- টেকনাইফ্যা পাহাড়, থানা ও জেলা- কক্সবাজার।

৩। বেলাল, পিতা- মৃত আকবর আহম্মদ, সাং- পশ্চিম চৌফলদন্ডী, উত্তর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৪। মোঃ শহীদুল, পিতা- আলা উদ্দিন, সাং- কুমিল্লা পাড়া, নাজিরার টেক, ১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।

৫। শ্যামল শর্মা, পিতা- রাখাল শর্মা, সাং- আই পিভি মাঠ, হনিজান পাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

৬। আব্দুস সালাম, পিতা- মৃত আব্দুল রশিদ, সাং- হাজী পাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

৭। লায়লা বেগম, স্বামী- মৃত রশিদ আহমদ, সাং- কুলিয়া পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর