মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
সূর্য উদয়ের সাথে সাথে অরুণোদয় স্কুলের স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ডিডিএলজি শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পন করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-