গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে পারিবারিক কলহের জের ধরে সাদেক নামে এক মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে খুন হলো স্ত্রী।
তথ্য সূত্রে জানাযায়, ১৬ মার্চ (সোমবার) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভা পুরান পল্লানপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাদকাসক্ত স্বামী মোঃ সাদেক(২৮) তার স্ত্রী ২৪ বছর বয়সী কুলসুমা বেগমকে বুকে ছুরিকাঘাত করে।
এরপর পার্শ্ববর্তী লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে জানা যায়, নিজ স্ত্রীকে হত্যাকারী সাদেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগেই থাকতো। সেই সুত্র ধরে আবারও পারিবারিক কলহ এবং কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সাদেক তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে। ঘাতক স্বামী সাদেক পুরাতন রোহিঙ্গা বলে জানায় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সংঘটিত ঘটনার খবর পেয়ে এসআই অরুন কুমার চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
তিনি আরো বলেন এই হত্যা কান্ডটি কেন সংঘটিত হয়েছে তার আসল রহস্য বের করে উক্ত অপরাধে জড়িত খুনিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-