কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ১১

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১১ মার্চ সকাল ৮টা হতে ১১ মার্চ সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন আটক হয়েছিল ১৩ জন। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হল –

কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং- ৪১/২০২০ ধারা-পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ হেলাল মিয়া, পিতা- আজগর আলী, সাং- মাইজপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

২। মোঃ সিদ্দিক, পিতা- মৃত সুলতান আহম্মদ, সাং- খনকারখীল, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফআইআর নং- ৩২(৩) ২০২০ খ্রিঃ ধারা- ৪৫৭/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। শহিদুল্লাহ মিস্ত্রি, পিতা- মোঃ আলম, কলঘর, বাজার(মেম্বারের গলি, ভাড়াবাসা), থানা-রামু, জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফআইআর নং-৩৩(০৩)২০২০ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৪। বদি আলম, পিতা- আসাদ জামাল, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

৫। আজিমুল্লাহ, পিতা- হারুন রশিদ, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফআইআর নং-৩৫(০৩)২০২০ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৬। নুর বেগম, স্বামী- নাজির হোসেন, সাং- কুতুপালং ক্যাম্প নং-৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

৭। মোঃ নাজির হোসেন, পিতা- মৃত সুলতান অহম্মদ, সাং- কচ্ছপিয়া, বাহারছড়া, থানা- টেকনাফ, বর্তমানে- সৈকতপাড়া, ১২ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারঃ

নাঃ নিঃ ৩৭৬/১৯, নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(গ), সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

১। সাদ্দাম হোসেন, পিতা- মনির আহম্মদ, সাং- মাইজপাড়া, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।

জিআর-৬৭২, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৪৫/৩০৭/৪২৭ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। আমির হোসেন, পিতা- মৃত আব্দুল জলিল, সাং- কাউয়ার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

৩। কামাল হোছন, পিতা- আমির হোসেন, সাং- কাউয়ার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

জিআর- ৫১৬/১৮, ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

৪। ইউছুপ নবী, পিতা- নুর আহম্মদ, সাং- নতুন মহাল, থানা ও জেলা- কক্সবাজার।

এসটি-১১২৩/১৫, সিআর-১০৬৩/১৪, ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

মোকছুদুল করিম, পিতা- মোঃ হোছন, সাং- নতুন অফিস, নাপিতখালী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর