জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় মালবাহি ট্রলি খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াছিন আরাফাত।
নিহতরা হলেন -কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকার সুলতান আহমদের পুত্র আবদুল হাকিম (৪৮) এবং একই এলাকার মুহাম্মদ ইসমাঈল (৪০)।
আহত ব্যক্তির নাম মুহাম্মদ আমিন (৪০)। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি রহমানিয়া পাড়া এলাকার হামিদ হোসাইনের পুত্র ।
আমিরাবাদ বাজার থেকে একটি মালবাহি ট্রলি আজিজনগরের দিকে খাদে পড়ে গেলে আবদুল হাকিম ঘটনাস্থলে মারা যায়। অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: আবদুল্লাহ আল মামুন জানান, আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারি হাইওয়ে থানা পুলিশের ওসি বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষ করেন। দুর্ঘটনায় কবলিত ট্রলি গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-