নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছ।
মঙ্গলবার (১০ মার্চ) থেকে বুধবার (১১ মার্চ) পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- কক্সবাজার থানাধীন খুরুশকুল ইউনিয়নের উত্তর ডেইলপাড়া (লাল মিয়ার বাড়ি) এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে লাল মিয়া, ভারুয়াখালী চান্দেরপাড়া এলাকার আবু মুসলিমের ছেলে মামুন উদ্দীন, কেরণতলী এলাকার করিম চাদ সিকদারের ছেলে আবু হানিফ, শাপলাপুর এলাকার দলিলুর রহমানের ছেলে মো. আরিফ, গর্জনীয়া-বড়বিল এলাকার আব্দুস ছালামের ছেলে মো. মনসুর আলম মুন্না ও দক্ষিণ শিলখালী এলাকার মো. নরুল কবিরের ছেলে মো. সাখাওয়াত হোসেন।
এই অভিযানে গ্রেপ্তার অপর আসামিরা হলো- পূর্ব মিয়াজীপাড়া এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে ফোরকান আহম্মদ, বাদশারঘোনা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম, সাহিত্যিক পল্লী এলাকার নুরুল আজিমের ছেলে সাইফুল করিম হেলালী, একই এলাকার এবাদ উল্লাহের ছেলে তালেদ মাহমুদ, দক্ষিণ রুমালিয়াছড়া এলাকার জালাল আহম্মদের ছেলে মো. সাইফ ইসলাম, পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মনির আহম্মেদের ছেলে তেহেরান মিন্টু এবং পূর্ব ইছাখালী পেকাখালী এলাকার মৃত ছাবের আহম্মদের ছেলে আব্দুস সালাম।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-