ফেব্রুয়ারিতে কক্সবাজারে খুন ২৮, ডাকাতি ২ টি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত ফেব্রুয়ারী মাসে কক্সবাজার জেলায় মোট খুন হয়েছে ২৮ জন। তারমধ্যে সন্ত্রাসী ও মাদক কারবারীরা নিজেরা নিজেদের মধ্যে ভাগ ভাগটোয়ারা ও আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে খুন হয়েছে-৮ জন। (যা কথিত এনকাউন্টার বা ক্রসফায়ার)।

অবিশিষ্ট ২০ জন বিভিন্ন ঘটনায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। তাছাড়া একই সময়ে জেলায় ২ টি ডাকাতি সংগঠিত হয়েছে। এসব ডাকাতদের ইতিমধ্যে সনাক্ত করা হয়েছে।

কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়, কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) এ তথ্য প্রকাশ করেন।

পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সভায় জানান। তবে ধর্ষন সংক্রান্ত ঘটনা একটু বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রেমগঠিত ঘটনা পরবর্তীতে ছেলে-মেয়ে উভয়ের মধ্যে ও পরিবারের সাথে বনিবনা নাহয়ে এ বিষয়ে থানায় নারী নির্যাতন মামলা হয় বেশী। যা মোটেও কাম্য নয়। পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) অভিবাবকদের তাদের সন্তানদের ব্যাপারে আরো বেশী সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

আরও খবর