ইয়াবা সেবনকালে ছাত্রলীগ নেতা ও কৃষি কর্মকর্তা আটক

ডেস্ক রিপোর্ট ◑  লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইয়াবা সেবনের সময় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাজীগঞ্জ উদীয়মান সুরুজ মহাবিদ্যালয় মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারহাতকালী গ্রামের আদুল মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির (৩৮) ও একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ভুপেন চন্দ্রের ছেলে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) গোবিন্দ্র চন্দ্র রায় (৩৩)।

পুলিশ জানান, সন্ধ্যায় কিছু যুবক হাজীগঞ্জ উদীয়মান সুরুজ মহাবিদ্যালয় মাঠে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। পরে তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ইয়াবা সেবন অবস্থায় মনিরুল ইসলাম মনির ও গোবিন্দ চন্দ্র রায়কে আটক করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেষ্ট করে নিশ্চিত হয়েছে চিকিৎসকরা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর