চকরিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় আবুল হোসেন ফকির (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে চিরিংগা বদরখালী সড়কের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহিলাসহ আরও ৪ জন আহত হয়। নিহত আবুল হোসেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে। পুলিশ বালির ট্রাকটি আটক করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবুল হোসেন ফকির ও তার বেশ কয়েকজন নিকট আত্মীয় নিয়ে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) নিয়ে পেকুয়ার নিজ বাড়ি থেকে চকরিয়া উপজেলার কাকারাস্থ শাহ ওমর (রাঃ) মাজারের ওরশ শরীফে যাচ্ছিলেন।

তাদের বহনকারী গাড়িটি চিরিংগা বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালি ভর্তি একটি ট্রাক ওই গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় আবুল হোসেন ফকির ইজিবাইক থেকে মাটিতে পড়ে বালি ভর্তি ট্রাকটির চালক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসি আবুল হোসেন ফকিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার প্রতিমধ্যে মারা যান তিনি।

ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসি বালি ভর্তি ট্রাকটিকে (চট্টমেট্রো য়-৭০৪৩) ব্যারিকেট দিয়ে ধরার চেষ্টা করলে কিছুদুর গিয়ে চালক সড়কে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তুষ্ট লাল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে বালি ভর্তি ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চিরিংগা বদরখালী সড়কের চৌয়ার ফঁাড়ি এলাকায় ট্রাক চাপায় বৃদ্ধা নিহতের ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও খবর