শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারে উখিয়া ও টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ১৭ হাজার ৯শ ৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।
বুধবার দুপুরে উখিয়া ও টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বা ঘোনা গ্রামের হাফেজ আলী আহম্মদের ছেলে আবদুল্লাহ (৩৮) ও চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মনজুর আলমের ছেলে মো: রিদুয়ানুল হক (২৬)।
র্যাব সূত্রে জানা গেছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার আবদুল্লাহ চায়ের দোকানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় -বিক্রয়ের উদ্দেশ্যে অবস্হান করছে।
এমন সংবাদের, ভিত্তিতে র্যাবের একটি অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ আবদুল্লাহকে আটক করেন।
অপরদিকে টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৯শ ৮০পিস ইয়াবা সহ মো:রিদুয়ানুল হককে আটক করেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-