নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের রামু থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোহাম্মদ সালাম (৪২) ও মোর্শেদ আলম (২৭)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় রাজারকুল এলাকার শফি মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২০ হাজার ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের রামু থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-