উখিয়া উপজেলার উত্তর জনপদের ব্যস্ততম ষ্টেশন মরিচ্যা বাজারে যানজট এখন নিত্যদিনের চিত্র। উখিয়া সদর ষ্টেশন ও জনবহুল কোটবাজার ষ্টেশনে যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ থাকলেও উত্তর জনপদের এই গুরুত্বপূর্ণ ষ্টেশনে যানজট নিরসনে কোন ট্রাফিক পুলিশ কিংবা কমিনিউটি পুলিশ না থাকায় এ পরিস্হিতি সৃষ্টি হয়েছে। যার প্রেক্ষিতে মরিচ্যা বাজারে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জনবল নিয়োগ দেয়া এখন সময়ে দাবীতে পরিনত হয়েছে।
হলদিয়া পাতাবাড়ি রোড, পাগলীর বিল রোড়, মরিচ্যা রামু রোড,গোয়ালিয়া পালং রোড ও কোটবাজার সড়কে একাধিক সিএনজি, টমটমের পার্কিং রয়েছে। প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে এসব গাড়ির পার্কিং ষ্টেশনের বাহিরে হস্তান্তর করে দিলেও অসাধু ড্রাইভারেরা এসবে তোয়াক্কা না করে যত্রতত্র এসব সিএনজি, টমটম অটোরিকশা পার্কিং করে সড়ক দখল করে আছে। পাশাপাশি কক্সবাজার টেকনাফ মহা সড়কের পুনঃসংস্কার কাজ চলে আসছে।
তারই ধারাবাহিকতায় মরিচ্যা বাজারের উভয় পার্শের ব্লক বসানোর কাজ চলছে। যার কারনে এ ষ্টেশনে যানজটের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। উত্তরের মরিচ্যা লাল ব্রীজ দক্ষিণের গরু বাজার পর্যন্ত ষ্টেশনটি পার হতে ঘন্টার পর ঘন্টার যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রী সাধারণ ও স্থানীয় পথচারীগণ।
স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম বলেন, হলদিয়া পালং ইউনিয়নের ৩০ হাজার নাগরিকের একমাত্র বাজারটি যানজটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষ করে তুলেছে। এই ষ্টেশনে যানজটের প্রধান কারন অবৈধ পার্কিং। ইতি মধ্যে পরিষদের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে যাতে গাড়ির পার্কিং নির্ধারিত স্থানে সরিয়ে নেয়া হয়।
এছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ জন গ্রাম পুলিশ ষ্টেশনে নিযুক্ত করার চিন্তা রয়েছে পাশাপাশি সড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত যানজট নিরসনের জন্য থানা প্রশাসন থেকে কয়েকজন ট্রাফিক নিয়োগ দিলে চলমান যানজট সমস্যার সমাধান হতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-