রোহিঙ্গা অস্ত্র প্রশিক্ষক নসরুল্লাহ গ্রেপ্তার

শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্র প্রশিক্ষক নুরুল আমিন প্রকাশ নসরুল্লাহকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় নসরুল্লাহর কাছ থেকে প্রশিক্ষনের ডেমো স্নাইপার রাইফেল, দেশিয় আগ্নেআস্ত্র, আধুনিক মোবাইল ওয়ারলেস এন্টেনা সহ প্রশিক্ষনের অত্যাধুনিক সরন্জাম উদ্ধার করেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৯ ফেব্রুয়ারী রাতে টেকনাফের পল্লান পাড়া এলাকা থেকে নসরুল্লাহকে সহযোগী হাফেজ নুর কামাল সহ গ্রেপ্তার করা হয়। এই সময় নসরুল্লাহর কাছ থেকে প্রশিক্ষনের ডেমো স্নাইপার রাইফেল সহ অত্যাধুনিক সরন্জাম, আগ্নেআস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল জানান, নসরুল্লাহ দীর্ঘদিন ধরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ তৈরি করে আসছিলে। রোহিঙ্গা ক্যাম্পে নসরুল্লাহর কয়েকটি বাহিনী রয়েছে। এই বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণ সহ ভিভিন্ন অপকর্মে জড়িত ছিলো।

আরও খবর