মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩ পাকিস্তানি, আবাসিক হোটেল বন্ধ

খলিল চৌধুরী, সৌদিআরব

প্রথমবারের মতো সৌদিআরবের মদিনা মুনাওয়ারায় করোনা ভাইরাস আক্রান্ত তিনজন পাকিস্তানি হাজ্বি সনাক্ত করা হয়েছে। তাদের সকলকে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মদিনা হেরেমের ৬ নং গেট সংলগ্ন আমবরিয়ার আবাসিক হোটেলটি বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
আক্রান্তরা সবাই পাকিস্তানি হাজ্বী ছিল বলে জানা গেছে।
তবে, এদের বিস্তারিত নাম ঠিকানা পাওয়া যায় নি। হাসপাতালে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোন বার্তা দেয়া হয় নি। তবে, স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর