উখিয়ায় দিনব্যাপী প্রযুক্তি হস্তান্তরের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ◑

উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ৩য় ব্যাচ কৃষক কৃষানী প্রশিক্ষণ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় উখিয়া উপজেলা পরিষদের হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জনাব শামসুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্ধ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ জনাব মোহাম্মদ আবুল কাশেম বলেন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেমন কৃষক আর্থিক লাভবান হয়, অপরদিকে আশানুরূপ ফলন পাওয়া যায়। কৃষকদের সঠিক সময়ে চারা রোপন, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, লোগো পদ্ধতি অনুসরন ও পার্চিং লাগানোর উপর গুরুত্বআরোপ করেন।

সভাপতির বক্তব্য কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন,
বৈজ্ঞানিক উপায়ে কৃষিপন্য উৎপাদন বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নাই। উখিয়ার কৃষকের দৌড়গোড়ায় সেবা দিতে কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে কাজ করবে। প্রশিক্ষণে উপজেলার ৯০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

আরও খবর