নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৩ জনকে আটক করেছে। গত ২৩ ফেব্রুয়ারী সকাল হতে ২৪ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে আরো অংশ নেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই দেলোয়ার হোসাইন, এসআই আরিফ উল্ল্যাহ, এসআই এমরান হোসেন, এসআই রাশেদুল, এসআই তৈমুর ইসলাম, এএসআই আকাশ চৌধুরী, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান ।
কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮৩/২০২০, তারিখ- ২৩/০২/২০২০খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/২৬ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১ । মোঃ ফয়েজ উল্লাহ(৪২), পিতা- মোঃ মনসুল আলী, সাং- চাকঢালা,০৪ নং ওয়ার্ড, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান
২। মোঃ আব্দুল গফুর(৪৩), পিতা- মৃত আহম্মেদ, সাং- চাকঢালা, ০৪ নং ওয়ার্ড, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮২/২০২০, তারিখ- ২৩/০২/২০২০খ্রিঃ ধারা- ৩৭৯/৪১১ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ রুবেল ড্রাইভার, পিতা- মোঃ ফারুক সাং- পলিটেক সদর সিকাল সুন্দরপুর কালিগাঁও, থানা- সদর, জেলা- ফেনী
৪। মোঃ সাইফুল ইসলাম, পিতা- ইউনুছ, সাং- হালিশহর, মনিপাড়া, শুক্কুর থানা-হালিশহর, জেলা- চট্টগ্রাম
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৫২/২০২০, তারিখ- ০৯/০২/২০২০খ্রিঃ ধারা-৩৪১/৩২৩/৩২৪/৩৭৯/৫০৬/৩৪ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মৌলভী কামাল, পিতা- মৃত পলাশ আহমদ, সাং- মমি উদ্দিন পাড়া, পোকখালী ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭০/২০২০, তারিখ- ২০/০১/২০২০খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। মনিরুল ইসলাম, পিতা- নুর মোহাম্মদ সাং- ঘোনাপাড়া, মোহাম্মদের বাড়ী ১০ নং ওয়ার্ড,
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮৪/২০২০, তারিখ- ২৪/০২/২০২০খ্রিঃ ধারা-মানপাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ১২/১৩ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। কাজী রাসেল আহমেদ, পিতা- মৃত কাজী তোফায়েল আহমদ, সাং- সৈকত পাড়া,
৮। আসমা হুসনা মিম, পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- জয়পাড়া, দোহার, থানা- দোহার জেলা- ঢাকা।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১৮/২০২০, তারিখ- ০৫/০২/২০২০খ্রিঃ ধারা-৩২৩/৩২৫/৩০৭/৫০৬ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৯। কাজী রাসেল, পিতা- মৃত রাসেল তোফায়েল আহম্মদ, সাং- লাইটহাউজ পাড়া, কলাতলী ওয়ার্ড নং ১২
কক্সবাজার সদর মডেল থানার নন এফআইআর নং- ২৭/২০২০, তারিখ- ২৪/০২/২০২০খ্রিঃ ধারা-পুলিশ আইনের ৩৪ (৬) ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১০। মোঃ হাসান, পিতা- বখতিয়ার আহম্মদ, সাং-নয়াপাড়া, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
সিআর- ৭৭১/১৯, ধারা- ৩৪১/৩৮৫/৫০৬/৩৪ দঃবিঃ সংক্রান্তে আসামী
১১। গোলাম মোহাম্মদ প্রঃ কসাইয়া, সাং- এসএম পাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
১২। হামিদা বেগম, স্বামী- গোলাম মোহাম্মদ, প্রঃ কসাইয়্যা, সাং- এসএম পাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
এসটি- ১২১/০৩, ধারা- মাদকদ্রব্য নিঃ আঃ ২২(গ)/২৬ সংক্রান্তে আসামী
১৩। আবুল মঞ্জুর প্রঃ কালু, পিতা- মোঃ ইদ্রিস, সাং- চান্দের পাড়া, লিংক রোড, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
সিআর- ১৭৮৮/১৯, ধারা- এনআই এ্যাক্ট এর ১৩৮
১৪। শাহজাহান চৌধুরী পিতা- ফজলুর রশিদ, সাং- মেইন রোড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-